বিশেষ প্রতিনিধি ॥ রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ১০৮তম বোর্ড সভা গত বুধবার সন্ধ্যায় সানআপ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম রনি। ক্লাবের সেক্রেটারি ও প্রেসিডেন্ট নমিনি রোটাঃ সাব্বির আল আনছারী তার রিপোর্ট দেন। সভার শুরুতে কুষ্টিয়ার কৃতি সন্তান প্রাক্তন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর মীর আনিসুজ্জামানের মালয়েশিয়ায় আকম্মিক মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে এক শোক প্রস্তাব গৃহীত হয়।
আগামী ২০ ডিসেম্বর ২০২৫ বার্ষিক সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। রোটাঃ পিপি মোঃ ওবাইদুর রহমানকে চেয়ারম্যান, ক্লাবের সভাপতি রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম রনিকে সদস্য সচিব এবং ক্লাবের সকল প্রাক্তন সভাপতিকে সদস্য করে নমিনেটিং কমিটি গঠিত হয়। রোটাঃ পিপি ফরহাদ আলী খানকে নির্বাচন কমিশনানের দায়িত্ব দেয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটাঃ পিপি মোঃ আকাম উদ্দীন, রোটাঃ পিপি মোঃ ফখরুল আলম মিলন ও রোটাঃ পিপি এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি, রোটাঃ পিপি কেএম রুয়াইম রাব্বি প্রমুখ।
