আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসলে বটতৈল মোড় থেকে পোড়াদহ পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে : এমপি হানিফ
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার বিকেলে বল্লভপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে সভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাকছার জোয়ার্দার। এবার ক্ষমতায় আসলে বটতৈল মোড় থেকে পোড়াদহ পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে : এমপি হানিফ।

আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসলে বটতৈল মোড় থেকে পোড়াদহ পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে : এমপি হানিফ
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। সভায় বিশেষ অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ.স.ম আক্তারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু ও মাযহারুল আলম সুমন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাল্টু রহমান প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত জনগন তাদের ভাবমূর্তি প্রকাশ করেন, কুষ্টিয়ায় এ পর্যন্ত যে উন্নয়ন হয়েছে তাতে মুগ্ধ জনগন, এরপরেও এলাকার ছোট ছোট উন্নয়নের দাবী জানান জনগন।
এসময় জনগণের চাহিদা বক্তব্য শেষে প্রধান অতিথি মাহবুবউল আলম হানিফ এমপি বলেন- ৪নং ওয়ার্ডে জমি পেলে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ হবে। ছোট ছোট যে সকল রাস্তার উন্নয়ন হয়নি সকল রাস্তার উন্নয়ন হবে বলে জানান। মাদকমুক্ত সমাজ গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনকে কঠোর নির্দেশনা প্রদান করা হবে। সামনে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোন ডাকাতি, বা চুরি হবে না। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি বাড়ানো হবে। মিথ্যা সংবাদ নয়, সঠিক তথ্য দিলে এলাকার শান্তিপূর্ণ বজায় থাকবে। এছাড়াও আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বটতৈল মোড় থেকে পোড়াদহ পর্যন্ত রাস্তা প্রশস্ত করা সম্ভব হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদকবৃন্দ।
