গড়াই নদীর পাড় থেকে রাসেল ভাইপার উদ্ধার
কুষ্টিয়ায় গড়াই নদীর পাড় সংলগ্ন সবজি ক্ষেত থেকে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করেছেন বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সদস্যরা।

গড়াই নদীর পাড় থেকে রাসেল ভাইপার উদ্ধার
শুক্রবার বিকেলে শহরতলীর জুগিয়া দরগাতলা এলাকার গড়াই নদী পাড় সংলগ্ন সবজি ক্ষেতের জালের বেড়ায় আটকে পড়া একটি রাসেল ভাইপার সাপ দেখতে পাই স্থানীয়রা। পরে স্থানীয় এক যুবক বিবিসিএফ টিম কে খবর দেয়। খবর পেয়ে বিকেলে বিবিসিএফ এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাসেল ভাইপার সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন। অপরদিকে রাসেল ভাইপার সাপ উদ্ধারের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
উদ্ধার অভিযানে বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সহ সভাপতি ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ, মীর কুশল, রিয়াজুল হক ডালিম উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন।
এঘটনায় বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে মানুষ মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, শুক্রবার বিকেলে শহরতলীর জুগিয়া দরগা তলা এলাকার গড়াই নদীর পাড় থেকে একটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিটি বন্যপ্রাণী প্রকৃতির ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে যা অনেক মানুষের অজান্তে,তাই এই মূল্যবান সম্পদকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

আসুন আমরা সকলে সচেতন হই প্রকৃত রক্ষায় এগিয়ে আসি কোথাও কোন বন্যপ্রাণী আটক অথবা বন্দি দেখলে তা উদ্ধার করে অবমুক্ত করার চেষ্টা করুন, অথবা আমাদেরকে সংবাদ দেন আমাদের টিম হাজির হয়ে যাব। প্রকৃতি ধ্বংসকারী যত বড় শক্তিশালী হোক না কেন তার কোন ছাড় দেয়া হবে না। এর আগে গত বছর গড়াই নদীতে জেলেদের জালে সহ কয়েক দফায় ছয়টি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে ।
