রমজানেও আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্টের খাবার বিতরণ অব্যাহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

রমজানেও আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্টের খাবার বিতরণ অব্যাহত  

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৩০, ২০২৪

নিজ সংবাদ ॥ অব্যাহত দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে অসহায়, অভাবগ্রস্থ ও প্রতিবন্ধী মানুষ যেন একবেলা বিনামূল্যে পেটপুড়ে খেতে পারে এ কথা বিবেচনায় এনে বৃহত্তর কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক, মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত স্বাধীন বাংলা, সাপ্তাহিক ‘মশাল’ ও ‘ইস্পাত’ পত্রিকার প্রয়াত সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর নামে গঠিত “আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্ট”-এর পক্ষ থেকে প্রতি শুক্রবার ৩০০ জন দুস্থ্যের মাঝে খাবার বিতরণ অব্যাহত রয়েছে। সারা বছর দুপুরে হলেও মাহে রমযানে সময় পরিবর্তন করে  রোজাদারদের কথা বিবেচনায় এনে বাদ আছর এই খাবার বিতরণ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২৯ মার্চ) বাদ আছর শহরের মজমপুর গেটস্থ দৈনিক আন্দোলনের বাজার ও ইস্পাত পত্রিকার কার্যালয়ে এই খাবার বিতরণ কর্মসুচীর খাবার বিতরণ করা হয়। এ সময় রোজাদারসহ প্রতিবন্ধী, খেটে খাওয়া মানুষ, রিকসা চালক বিভিন্ন বয়সের ৩০০ জন মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। খাদ্য বিতরণ করেন দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আই’র কুষ্টিয়া প্রতিনিধি, কুষ্টিয়া টেলিভিশন জার্ণালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সার্কুলেশন ব্যবস্থাপক শফিকুর রহমান শফিসহ দৈনিক আন্দোলনের বাজার পত্রিকা ও সাপ্তাহিক ইস্পাত পত্রিকা এবং ক্যাফে বাজার ক্যাফেটেরিয়ার স্টাফবৃন্দ। এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।