খোকসায় নব-নির্বাচিত যুব মহিলা লীগের পক্ষ থেকে জেলা আ.লীগ সভাপতিকে ফুলেল শুভেচ্ছা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় নব-নির্বাচিত যুব মহিলা লীগের পক্ষ থেকে জেলা আ.লীগ সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১৬, ২০২৩
খোকসায় নব-নির্বাচিত যুব মহিলা লীগের পক্ষ থেকে জেলা আ.লীগ সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

শনিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টায় খোকসা আওয়ামীলীগ কার্যালয়ে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খোকসা উপজেলার নবনির্বাচিত যুব মহিলা লীগের পক্ষ থেকে সভাপতি যুথি খাতুন ও সাধারণ সম্পাদক স্বপ্না খাতুন ।

খোকসায় নব-নির্বাচিত যুব মহিলা লীগের পক্ষ থেকে জেলা আ.লীগ সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

খোকসায় নব-নির্বাচিত যুব মহিলা লীগের পক্ষ থেকে জেলা আ.লীগ সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

খোকসায় নব-নির্বাচিত যুব মহিলা লীগের পক্ষ থেকে জেলা আ.লীগ সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

উল্লেখ্য ১৫ জুলাই কুষ্টিয়া যুব মহিলা লীগের আহ্বায়ক এম সম্পা মাহামুদ ও যুগ্ম অহ্বায়ক মেহেরীন আহমেদ স্বাক্ষরিত ২৫ সদস্য বিশিষ্ট খোকসা উপজেলা মহিলা যুব লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয় ।

উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন, সাকিবুন্নাহার মিতু, সেলিনা খাতুন, মাসুরা খাতুন এবং বন্যা খাতুন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে কমিটিতে স্থান পেয়েছেন, তছলিমা এবং মিতা রানী। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সেলিনা খাতুন এবং জোছনা কর্মকার।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদা খাতুন, সহ-দপ্তর সম্পাদক বুলবুলি খাতুন, অর্থ সম্পাদক শম্পা খাতুন, শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার বিষয়ক সম্পাদক হয়েছেন নাজমা খাতুন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রোকেয়া মেম্বর, সাংস্কৃতিক সম্পাদক লিপি খাতুন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক চন্দনা, তথ্য গবেষনা সম্পাদক খুশি খাতুন, ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে কমিটিতে স্থান পেয়েছেন ঝর্ণা খাতুন এবং যুব ও মহিলা কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন আসমা খাতুন।

এছাড়াও সদস্য হিসাবে কমিটিতে স্থান পেয়েছেন, রুপা খাতুন, রিনা সরকার, পূর্ণিমা এবং আমেনা । জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু এবং শিমুলীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সহ উপজেলা আওয়ামীগের নেতা কর্মিরা ।

নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খান বলেন- রাজনীতিতে কমিটি একটি চলমান প্রক্রিয়া। নতুন কমিটিতে সব সময় ত্যাগীদের মূল্যায়ন করা হয়, সেই সাথে তাদের অতীত রাজনৈতিক কর্মকান্ডকে প্রাধান্য দেওয়া হয়। আমি আশা করি নবনির্বাচিতএই কমিটির সকল নেতা-কর্মিরা আগামী নির্বাচনে আওয়ামীলীগ সরকার আবারও ক্ষমতায় নিয়ে আসতে ভোটের মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

নর্বনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে সদর খান আরো বলেন, আপনারা মনে রাখবেন পদ পাওয়ার পর দায়িত্ব আরো বেড়ে যায়। সামনে নির্বাচন তার আর ঘরে বসে থাকার সময় নাই। সবাই এখন থেকেই মাঠ পর্যায়ে কাজ শুরু করুন । সবাই শপথ করুন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের ক্ষমতায় বসাবো। আওয়ামীলীগ আর শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন। তাই যদি কেউ এদেশের উন্নয়নে বাঁধা দিতে আসে তাদেরকে ঐক্যবদ্ধভাবে জবাব দেওয়া হবে ।

আরও পড়ুন: