কুমারখালীতে যুবলীগের আয়োজনে বঙ্গমাতার ৯৩ তম জন্ম বার্ষিকী উদযাপন
কুষ্টিয়া কুমারখালীতে উপজেলা যুবলীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর (৯৩ তম) জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালীতে যুবলীগের আয়োজনে বঙ্গমাতার ৯৩ তম জন্ম বার্ষিকী উদযাপন
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা যুবলীগ এর আয়োজনে, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য এর অস্থায়ী কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেনের সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান টূকু, যুগ্ম সাধারণ সম্পাদক রিস্তাক করীম, যুবলীগের সহ-সভাপতি এস এম রফিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলম, কুমারখালী সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি নাজমুল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন পলাশ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান সহ আরো বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ সুধীবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
![]()
