কুমারখালীতে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১১, ২০২৩

কুষ্টিয়ার কুমারখালীতে জাহিদুল ইসলাম (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় সোমসপুর বাজারে নিহত জাহিদুল তার ছোট বউকে সঙ্গে করে কেনাকাটা করতে যায় । একপর্যায়ে ছোট বউকে রেখে জাহিদুল অন্যত্র কেনাকাটার কাজে গেলে সেখান থেকে তার বড় বউয়ের পরিবারের লোকজন ধরে নিয়ে যায় এবং তাকে মারপিট করে হত্যা করে বলে জাহিদুলের পরিবারের দাবি।

কুমারখালীতে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

কুমারখালীতে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

কুমারখালীতে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

নিহত জাহিদুল চর জগন্নাথপুর গ্ৰামের আব্দুল গফুর প্রামানিকের ছেলে। এই বিষয়ে নিহত জাহিদুল চাচাতো ভাই সালাম জানান, আমার ভাইকে সোমসপুর বাজার থেকে ওর বড় বউয়ের নির্দেশে জাহিদুল কে হত্যা করা হয়েছে। তারা মারপিট করলে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করে এবং আমাদের ফোন করে যেতে বলে। জাহিদুলের বৃদ্ধ বাবা মা রাতে যেতে না পারাই সকাল আনুমানিক ১১ টার সময় বড় বউ রেশমা ও তার মা ভ্যান যোগে জাহিদুলের লাশ বাড়িতে রেখে পালিয়ে যায়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

জাহিদুলের ছোট বউ রুমা জানান, আমার স্বামী মারা গেছে আমি জানিইনা। আমি গতকাল আমার স্বামীর সাথে খোকসার সোমসপুর বাজারে যাই, আমাকে রেখে সে কেনাকাটা করতে যায়, আমি অপেক্ষা করে -করে পরে আমি অনেক খুজাখুজি করে আর পাইনি তারপর আমি বাবার বাড়ি চলে আসি। আজ এসে দেখছি আমার স্বামী বেঁচে নেই। আমি এর বিচার চাই।

জানাযায়, প্রায় ১ বছর পূর্বে বড় বউ রেশমা জাহিদুলকে ডিভোর্স দিয়ে চলে যায়। খোকসার সন্তোষপুর আরশেদের মেয়ে রেশমা। সেখানে ৮ মাসের একটি মেয়ে সন্তানও রয়েছে। ডিভোর্সের পর নিহত জাহিদুল কুমারখালীর তারাপুর গ্রামে রুমা নামে এক মেয়েকে ২য় বিয়ে করেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আকিবুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। রাত হাওয়ায় এই মুহূর্তে লাশ মর্গে পাঠানো হয়নি। মঙ্গলবার সকালে লাশ মর্গে পাঠানো হবে। এই বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: