কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের কোপে মহিলা আহত
কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের হাসুয়ার কোপে এক মহিলা আহত হয়েছে। মহিলার স্বামী মোঃ সুমন শেখ বাদী হয়ে কুমারখালী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছে।

কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের কোপে মহিলা আহত
এজাহার সূত্রে জানা যায়,গত ১২ এপ্রিল বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় দূর্গাপুর গ্রামের সুমন শেখের স্ত্রী মোছাঃ রিনা খাতুন পাশ্ববর্তী এলঙ্গী গ্রামের বিবাদী মোঃ নাজমুল শেখ (২৫) পিতা-মোঃ ছুনবুনে শেখের বাড়িতে পানি আনতে গেলে অহেতুক রিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
রিনা পানি না নিয়ে চলিয়া আসতে থাকলে বিবাদী নাজমুল হত্যার উদ্দেশ্যে হাসুয়া দিয়ে মাথায় কোপ দেয়। কোপ খেয়ে রিনা মাটিতে পরিয়া গেলে বুকে ও তলপেটে উপর্যুপরি লাথি মারিয়া আহত করে। রিনার আত্মচিৎকারে লোকজন ছুটিয়া আসলে আসামী ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।
দ্রুত রিনাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঐ দিনই নাজমুলকে বিবাদী করে,আহত রিনার স্বামী সুমন শেখ বাদী হয়ে কুমারখালী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছে।

কুমারখালী থানার ওসি মহাসিন হোসাইন বলেন একটি লিখিত এজাহার পেয়েছি। তদন্তও সম্পন্ন হয়েছে। এখন মামলা নথিভূক্ত করা হবে।
