কুষ্টিয়ায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে কুষ্টিয়ায় নানা আয়োজনে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। শহরে বর্ণাঢ্য র্যালি ছাড়াও আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

কুষ্টিয়ায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সোমবার বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করে যুগান্তরের পাঠক ফোরাম স্বজন সমাবেশ।
কুষ্টিয়া প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সদর উদ্দিন খান।
দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এ এম জুবায়েদ রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সহ-সভাপতি নুরুন্নবী বাবু, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কোষাধ্যক্ষ এম লিটন উজ জামান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নিজাম উদ্দিন, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, স্থানীয় দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার।

দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, দৈনিক দেশের বাণী পত্রিকার সম্পাদক মোমিনুর রহমান মমিজ, দৈনিক মাটির পৃথিবীর সম্পাদক এম এ জিহাদ, দৈনিক সুত্রপাতের সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক জনমতামত পত্রিকার সম্পাদক ইব্রাহিম হোসেন মিরাজ, সাপ্তাহিক কুষ্টিয়ার সংবাদের সম্পাদক মিজানুর রহমান লাকী, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার সম্পাদক শামিম উল হাসান, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা।
বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, বিজয় টিভির জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতু, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাজু আহম্মেদ, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সনি আজিম, দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক এ এম সাকলায়েন এলিন, সাংবাদিক আব্দুল কুদ্দুস, ডালিয়া পারভীন, আসলাম আলী প্রমূখ।
সভাটি পরিচালনা করেন কুষ্টিয়া স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন। আলোচনা সভা ও কেক কেটা শেষে শহরের এন এস রোডে একটি র্যালি বের করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে যুগান্তর কখনো ভয় করে না। যার কারনে যুগান্তর দেশের সর্বস্তরের জনগণের মধ্যে জায়গা করে নিয়েছে। বিশেষ করে দুর্নীতি ও অনুসন্ধানী প্রতিবেদন গুরুত্বসহকারে প্রকাশ করে।
