যারা আন্দোলনে গিয়েছেন তাদের চৌদ্দ গোষ্ঠীর একজনও ক্ষমা পাবে না : টোকেন চৌধুরী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

যারা আন্দোলনে গিয়েছেন তাদের চৌদ্দ গোষ্ঠীর একজনও ক্ষমা পাবে না : টোকেন চৌধুরী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৪, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেছেন, ‘যারা আন্দোলনে গিয়েছেন, সরকারকে ষড়যন্ত্র করে উৎখাতের উদ্দ্যেশ্যে। তাদের চৌদ্দ গোষ্ঠীর একজনও ক্ষমা পাবে না। আমরা যদি মনে করি, আপনারা লাল রেখা অতিক্রম করছেন। মনে রাখবেন, কোনো সিচুয়েশনে আপনারা ভাবতেও পারবেন না। আমরা কতটা ভয়ংকর হতে পারি৷

মনে রাখবেন এটা দৌলতপুর, আজকে দৌলতপুরে বিগত অন্যান্য এমপি বা উপজেলা চেয়ারম্যানের মতো যুগ নাই। আজকে রেজাউল হক চৌধুরীর যুগ। আজকে চৌধুরী পরিবারের যুগ। গত বুধবার (৩১ জুলাই) বিকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত ‘সারাদেশ জুড়ে সম্প্রতি জামাত-বিএনপির হত্যা, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

টোকেন চৌধুরী কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য  রেজাউল হক চৌধুরীর ছোট ভাই। টাকেন চৌধুরী আরও বলেছেন, আজকে আমরা চরম এক দুঃসময়ের মধ্যে দিয়ে অতিক্রম করছি। বিগত কিছুদিনে কোটা বিরোধী আন্দোলনের নামে যেটা ঘটেছে, সেটা ছিল আসলে সরকার পরিবর্তনের আন্দোলন বা ষড়যন্ত্র। এখন আমাদের ঐক্যের সময়, এখন মতভেদ ভুলে যাওয়ার সময়। আসুন, সকল ভেদাভেদ ভুলে, সকল গ্রুপিং ভুলে  এক থাকতে হবে।

আমরা এক থাকলে কেউ অপ্রীতিকর ঘটাতে পারবে না। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি। তিনি আরও বলেন, আমি স্পষ্ট ভাষায় আবারও বলছি, বিগত আন্দোলন যেটা হলো কারা কারা দৌলতপুর থেকে গিয়েছিলেন। মনে রাখবেন না, আমরা ভুলে গেছি। আমরা প্রত্যেকের, প্রশাসনের সহযোগিতা নিয়ে বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আমরা কিন্তু তাদের তালিকা করছি। আমাদের ইতিহাস, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল, যখন আমরা সংসদ সদস্য ছিলাম।

দৌলতপুর থানায় আমরা যেমন কোনোভাবেই  কোনো বিরোধীদলীয় চক্রান্ত সফল হতে দিই নাই, আজকেও দৌলতপুর থানায় আমরা এটা সফল হতে দেবো না। আমরা ভদ্রলোক। আমাদের ভদ্রতা’টাকে কেউ দুর্বল ভাববেন না। যেহেতু আমরা সংসদ সদস্য, আমরা উপজেলা চেয়ারম্যান, দৌলতপুরের দায়-দায়িত্ব আমাদের। এসময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড শরীফ উদ্দিন রিমন সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।