কুষ্টিয়ায় র্যাবের অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইফুল ইসলাম (৫৮) নামের একজন আসামিকে গ্রেফতার করেছে।

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সোমবার ২১ আগস্ট ২০২৩ সকাল ০৭ ঘটিকায় র্যাব-৩ এর জঙ্গী সেলের সহযোগিতায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বৈরাগীরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলাম দৌলতপুর থানাধীন তাজপুর গ্রামের মৃত মেছের উদ্দিন সরদারের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০১২ ইং তারিখে র্যাব-৪, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গাজীর চর মুন্সিপাড়া জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর হতে মোঃ সাইফুল ইসলাম এর নিকট হতে ফেনসিডিল উদ্ধার করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব বাদী হয়ে ঢাকা জেলার আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-৬৬ (১০) ২০১২, জিআর নং-৭৯০/২০১২ ও দায়রা মামলা নং-৩২৮/২০১৩ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১) এর ৩(খ)।

মামলার বিচারিক কার্য শেষে ঢাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেউলিয়া বিষয়ক আদালত এর বিজ্ঞ বিচারক আসামিকে যাবজ্জীবন সাজাপ্রদান করে রায় প্রদান করেন। সে সময় আসামী পলাতক ছিলেন। পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে।এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর জঙ্গী সেলের সহযোগিতায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করেছে র্যাব।
