পাওনা টাকার দাবিতে রেণউইক, যজ্ঞেশ্বর এ্যান্ড কোং (বিডি) লিঃ এর অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পাওনা টাকার দাবিতে রেণউইক, যজ্ঞেশ্বর এ্যান্ড কোং (বিডি) লিঃ এর অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৭, ২০২৩
কুষ্টিয়ায় পেনশনের অর্থ প্রদানের দাবীতে মানববন্ধন

রেণউইক, যজ্ঞেশ্বর এ্যান্ড কোং (বিডি) লিঃ এর অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পাওনা গ্রাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধার অর্থ প্রদানের দাবীতে ও মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ উপলক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা ও কর্মকর্তারা । বুধবার সকালে রেণউইক কোম্পানির মূল ফটকের সামনে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

পাওনা টাকার দাবিতে রেণউইক, যজ্ঞেশ্বর এ্যান্ড কোং (বিডি) লিঃ এর অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

পাওনা টাকার দাবিতে রেণউইক, যজ্ঞেশ্বর এ্যান্ড কোং (বিডি) লিঃ এর অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

পাওনা টাকার দাবিতে রেণউইক, যজ্ঞেশ্বর এ্যান্ড কোং (বিডি) লিঃ এর অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

এসময় অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা বলেন রেণউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লিঃ হতে ২০১৭ সাল হতে ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত ৫০ জন শ্রমিক, কর্মচারী চাকুরী থেকে অবসর গ্রহণ করেছেন। তাদের ন্যায্য পাওনা গ্রাচুইটি ও প্রভিডেন্টের পাওনা টাকাসহ প্রায় ৪ কোটি ২৬ লক্ষ টাকা অপরিশোধিত রয়েছে, যা কর্তৃপক্ষ পরিশোধ করছেন না। যদিও শ্রম আইন অনুযায়ী অবসরের ৩ মাসের মধ্যে প্রত্যেকের পাওনা টাকা পরিশোধ করার কথা। দীর্ঘদিন ধরে টাকা পরিশোধ না করায় অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীগন মানবেতর জীবনযাপন করছে। ইতিমধ্যে কয়েকজন শ্রমিক কর্মচারী বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। ইতিপ‚র্বে অনেক আবেদন-নিবেদন এবং অফিসে যোগাযোগ করে কোন ফল হয়নি। নিরুপায় হয়ে উক্ত পাওনা আদায়ের দাবীতে ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আজকে আমরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছি ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

বিক্ষোভ সমাবেশে পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে পাওনা পরিশোধের জন্য ব্যবস্থাপনা পরিচালকের বরাবর স্মারকলিপি প্রদান করেন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মকর্তা-কর্মচারীগণ এসময় তারা উক্ত বিষয়ে জেলা প্রশাসন’কে যথাসময়ে অবহিত করে তাদের সহযোগীতা কামনা করেন।

রেণউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লিঃ এর অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যান সমিতির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুলের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যান সমিতির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যানেজার ইয়াকুব আলীর উপস্থাপনা ও সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সমিতির সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক অবসরপ্রাপ্ত শ্রমিক দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক (কারখানা) আমিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক(কারখানা) গোলাম মুর্তজা, অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জেল হোসেন চৌধুরী সহ অন্যন্যরা।

কুষ্টিয়ায় পেনশনের অর্থ প্রদানের দাবীতে মানববন্ধন

কুষ্টিয়ায় পেনশনের অর্থ প্রদানের দাবীতে মানববন্ধন

এসময় অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের উক্ত পাওনাদি দ্রুত পরিশোধের দাবী জানিয়ে অত্র প্রতিষ্ঠানের শ্রমিক ইউনিয়েনের নেতৃবৃন্দরা সমাবেশে যুক্ত হয়ে সমর্থন ও একাত্মতা ঘোষণা করেন। তাদের মধ্য থেকে সমাবেশে বক্তব্য রাখেন রেণউইক এন্ড যজ্ঞেশ্বর শ্রমজীবী ইউনিয়নের সভাপতি সেলিম রেজা রিপন, সাধারন সম্পাদক, জাফর ইকবাল, যুগ্ম সাধারন সম্পাদক শাফিকুর রহমান।

আরও পড়ুন: