মৎস্য চাষ ব্যাপকহারে বৃদ্ধি করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার : ডিসি এহেতেশাম রেজা
আপনারা অনেকেই জানেন আমরা মিয়ানমারের কাছ থেকে সমুদ্র জয় করেছি, বাংলাদেশের আয়তন হলো ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার আর যে সমুদ্র জয় করেছি তার আয়তন হলো ২ লক্ষ ৭ হাজার বর্গ কিলোমিটার, বাংলাদেশের ভৌগলিক মাটির আয়তন তার থেকে প্রায় দেড় গুণ বেশি আমাদের সমুদ্রের আয়তন। ২০০৬ সালে আমাদের মৎস্য উৎপাদন ছিল ২৩ লক্ষ তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৪৭ লাখে। মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছা ও মৎস্য চাষে বিভিন্ন আধুনিক যন্ত্র ব্যবহার এবং মৎস্য চাষীদের প্রশিক্ষণের কারণে অনেক উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার মৎস্য চাষ ব্যাপক হারে বৃদ্ধি করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। প্রান্তিক পর্যায়ে বিভিন্ন মৎস্য চাষীদের প্রশিক্ষণসহ তাদের আধুনিক উপকরণ দেয়া হচ্ছে। এছাড়া মুক্ত জলাশয়ে মাছ চাষ করতে জলাশয় নীতিমালা মেনে সকল মৎস্যজীবী চাষীদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।

মৎস্য চাষ ব্যাপকহারে বৃদ্ধি করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার : ডিসি এহেতেশাম রেজা
মঙ্গলবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। অনুষ্ঠানে শুরুতেই ডিসি অফিস চত্বরে র্যালি ও বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
এসময় বিশেষ অতিথি হিসেবে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এসময় তিনি বলেন কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে বর্তমানে প্রচুর মাছের খামার গড়ে উঠেছে, আর এই খামারিদের বর্তমান সরকার প্রণোদনা সহ বিভিন্ন সহযোগিতা করে আসছে। এছাড়া মুক্ত জলাশয়ে মাছ চাষ করতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার নানামুখি উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া কুষ্টিয়ার সদরের সকল মৎস্য চাষীদের সার্বিক সহযোগিতা করতে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ সবসময়ই প্রস্তুত।

জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে এসময় মৎস্য সপ্তাহ উপলক্ষে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসাইন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ প্রমুখ। আলোচনা সভা শেষে জেলার সেরা মৎস্য চাষীদের সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
