বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের কুষ্টিয়া জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা মৎস্যজীবীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়ীদুর রহমান। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান।
এসময় তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সপরিবার কে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করে জামাত বিএনপির আস্ফালনরা ঠিক একই ভাবে মাননীয় প্রধানমন্ত্রীকেও তারা গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিলো কিন্ত আল্লাহর রহমতে ও দেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে যান , তবে দেশদ্রোহী পলাতক খুনি তারেক জিয়া ও দন্ডপ্রাপ্ত আসামী খালেদা জিয়া এখোনও দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে।
দেশ যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় জামাত বিএনপির আশীর্বাদ পুষ্টরা আন্তর্জাতিক ষড়যন্ত্র করার চেষ্টা করছে, তবে সকল বাধা পেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে এগিয়ে যাচ্ছে,আগামী সংসদ নির্বাচনেও জনগনের ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এই আশাবাদ ব্যাক্ত করে মৎস্যজীবী লীগের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আরো সাংগঠনিক কার্যক্রম বাড়ান জনগনের কাছে দেশের উন্নয়ন তুলে ধরেন। এসময় তিনি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের নতুন নেতৃত্বেকে অভিনন্দন জানান।

কুষ্টিয়া জেলা মৎস্যজীবীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর এসময় তিনি বলেন বাংলাদেশ আওয়ামীলীগ একটি আদর্শ সুসংগঠিত সংগঠন, আর এই সংগঠনের সহযোগী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছেন আওয়ামী মৎস্যজীবীলীগ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সামনেই জাতীয় নির্বাচন আর এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে জয়যুক্ত করার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করবে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা:মমতাজ খানম,সাংগঠনিক সম্পাদক রাইসুল কবির(দিপু), কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল।আলী খান, আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম মানিক,কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

কুষ্টিয়া জেলা মৎস্যজীবীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কুষ্টিয়া জেলা মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন সজলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে যাচাই-বাছাই করে কুষ্টিয়া জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি গঠন করা হয়, কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন সাইদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাইদুল হক শিমুল এছাড়া ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইঞ্জিনিয়ার ফরহাদুল রহমান তপন।
