চেয়ারম্যান, সচিব ও সদস্যগণের দক্ষতা বৃদ্ধির লক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে শেষ হলো তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স।

কুমারখালীতে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআই এলজি) আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বৃহস্পতিবার বিকেলে সনদপত্র বিতরণের মাধ্যমে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক ও সনদপত্র বিতরণীতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের যুগ্ম পরিচালক ( প্রশিক্ষক ও পরামর্শ) মো. শফিকুল ইসলাম।

ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
