বিজিবি কর্তৃক মেহেরপুর সীমান্তে মাদকদ্রব্যসহ হৃদয় আটক
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজীপুর বিওপি’র অভিযানে মেহেরপুর সীমান্তে ভারতীয় ৪৭ বোতল ফেন্সিডিল সহ হৃদয় (২১) কে আটক করা হয়েছে। হৃদয় মেহেরপুর জেলার গাংনী থানার কাজীপুর বর্ডারপাড়া গ্রামের মৃত বান্টু মিয়ার ছেলে।

বিজিবি কর্তৃক মেহেরপুর সীমান্তে মাদকদ্রব্যসহ হৃদয় আটক
বিজিবি সূত্রে জানা যায়, ১৮ জুন ২০২৩ তারিখ আনুমানিক ১৪৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৬/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বর্ডারপাড়া মাঠ নামক স্থানে নায়েব সুবেদার কাজী আব্দুল মতিন এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৭ বোতল ফেন্সিডিল সহ হৃদয় কে আটক করা হয়।
আটককৃত ফেন্সিডিল ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২১,১০০/- টাকা সাথে ০১টি বাটন মোবাইল এবং ০১টি সিমকার্ড জব্দ করা হয়।
আটককৃত ফেন্সিডিল ও অন্যান্য মালামালসহ আসামীকে মেহেরপুর জেলার গাংনী থানায় সোপর্দ করা হয়েছে যার মামলা নম্বর ২৯ তারিখ ১৮ জুন ২০২৩।

