মেসি বিহীন মায়ামির ড্র - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মেসি বিহীন মায়ামির ড্র

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১, ২০২৪

ক্রীড়া ডেস্ক ॥ চোটের কারণে লিওনেল মেসি নেই ইন্টার মায়ামি দলে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক দলটির জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাঁকে ছাড়া খেলা প্রতিটা ম্যাচেই তা টের পাচ্ছে মায়ামি। তাঁকে ছাড়া মেজর লিগ সকারে আজ নিউইয়র্ক সিটি এফসিসহ ৪টি ম্যাচ খেলেছে জেরার্দো মার্তিনোর দল। এর মধ্যে হেরেছে দুটি, একটিতে জয় পেয়েছে আর একটি করেছে ড্র। মেসিবিহীন মায়ামি যে একটি ম্যাচে জয় পেয়েছে, ডিসি ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান তারকা গোল পেয়েছেন আজও। এরপরও অবশ্য জিততে পারেনি মায়ামি। মেজর লিগ সকারে আজ নিউইয়র্ক সিটির বিপক্ষে সুয়ারেজের গোলে এগিয়ে যাওয়ার পরও ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে ফ্লোরিডার দলটি। বার্সেলোনা ও লিভারপুলের সাবেক স্ট্রাইকার সুয়ারেজ মায়ামিকে এগিয়ে দেওয়া গোলটি করেছেন ১৫ মিনিটে। জুলিয়ান গ্রেসেলের মাপা ফ্রি-কিকে বক্স থেকে নেওয়া দুর্দান্ত এক হেডে গোলটি করেছেন সুয়ারেজ। কিন্তু ৩৪ মিনিটে নিউইয়র্ক সিটির কোস্টরিকান ফরোয়ার্ড আলোনসো মার্তিনেজ সেই গোল শোধ করে দেন। মেজর লিগ সকারে নিজেদের আগের ম্যাচেই নিউইয়র্ক রেড বুলসের কাছে ৪-০ গোলে উড়ে যাওয়া মায়ামি পিছিয়ে পড়ার পর আক্রমণের গতি বাড়ায়। বেশ কিছু ভালো আক্রমণও করে তারা। কিন্তু নিউইয়র্ক সিটির আমেরকিান গোলকিপার ম্যাথু ফ্রিসের অসাধারণ পারফরম্যান্সের কারণে গোল পায়নি তারা। ফ্রিসের দুর্দান্ত সব সেভগুলোর মধ্যমণি হয়ে থাকবে ৮০ মিনিটে সুয়ারেজকে গোলবঞ্চিত করা। উরুগুইয়ান স্ট্রাইকারের নেওয়া অসাধারণ শট এক হাতে ফিরিয়ে দেন তিনি। এই ড্রয়ের পর ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে আছে মায়ামি। দুই কনফারেন্স মিলিয়েও একই অবস্থানে মার্তিনোর দল। দিনের আরেক ম্যাচে শার্লটের মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফেরা সিনসিনাটি আছে এমএলএসের পয়েন্ট তালিকার শীর্ষে। ৬ ম্যাচ খেলে দলটির পয়েন্ট ১২।