কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখলেন দেশবরেণ্য চিকিৎসকগন
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখলেন দেশবরেণ্য চিকিৎসকগন
রোগী দেখেন দেশ বরেণ্য চিকিৎসকগন। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন এবং রোগীদের চিকিৎসা সেবা দেন স্বাধীনতা পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডাঃ এ. কে আজাদ খান। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টরলিন।
উপস্থিত ছিলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ এস আর খান। রোগী দেখেন প্রখ্যাত ডায়াবেটলজি এন্ডোক্রায়নলজী বিশেষজ্ঞ ডাঃ ফারুক পাঠান, বারডেম এর হৃদরোগ বিভাগীয় প্রধান ডাঃ জাহিদ আলম, বারডেম এর গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মেহেরুন্নেছা, বারডেম এর শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আব্দুল বাকী, বারডেম এর নেফ্রোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ তোফায়েল আহমেদ চৌধুরী। কয়েকশ রোগী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহন করেন।

