দৌলতপুরে হত্যা মামলার বাদী মৃত্যু নিয়ে ধূম্রজাল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে হত্যা মামলার বাদী মৃত্যু নিয়ে ধূম্রজাল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৭, ২০২৩
দৌলতপুরে হত্যা মামলার বাদী মৃত্যু নিয়ে ধূম্রজাল

দৌলতপুরে হত্যা মামলার বাদী মৃত্যু নিয়ে ধূম্রজাল। সম্প্রতি সময়ে কুষ্টিয়ার দৌলতপুরের কল্যাণপুর গ্ৰামে হত্যা হয় জাকির মোল্লা। হত্যার আগে করে যাওয়া মামলায় এক নম্বর আসামি রোববার কুষ্টিয়ায় আদালত থেকে জামিন নিয়েছেন স্থানীয় বিএনপি নেতা, হোগলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্যটি নিশ্চিত হাওয়া গেছে।

দৌলতপুরে হত্যা মামলার বাদী মৃত্যু নিয়ে ধূম্রজাল

দৌলতপুরে হত্যা মামলার বাদী মৃত্যু নিয়ে ধূম্রজাল

দৌলতপুরে হত্যা মামলার বাদী মৃত্যু নিয়ে ধূম্রজাল

এর আগে, সাবেক সংসদ সদস্য (কুষ্টিয়া-১) জেলা বিএনপি’ নেতা, দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা সোশ্যাল মিডিয়ায় দাবি করেন। রাজনৈতিক উদ্দেশ প্রণোদিত ভাবে এই মামলা করা হয়েছে, তার দলের নেতা ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের নামে। এই ঘটনায় দলের পক্ষ থেকে নিন্দা জানান তিনি।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ মে) সকালে ১৩ মামলার আসামি জাকির মোল্লা খুন হয়। ওই সকালের আগের রাতে জাকির তার ক্ষয়ক্ষতি ও তাকে হত্যা চেষ্টার কথা জানিয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করে। সেখানে ১৬ নাম উল্লেখকৃত আসামির ১ নম্বর বিল্লাল হোসেন। জাকিরের মৃত্যু পরবর্তী মামলায় অন্যান্য আসামির মধ্যে রয়েছে স্থানীয় শ্রমিকলীগ নেতা মাহী বিশ্বাস ও তার সহোদর শৈয়ব বিশ্বাসও।

জাকির মোল্লা সকালে খুনের পর রাতে করে রাখা ওই মামলা সামনে আসে। তবে, এক নম্বর আসামি বিল্লাল হোসেনের পিতার নাম এজাহারে উল্লেখ না থাকা এবং বাদী খুন হওয়ায় ধূম্রজাল সৃষ্টি হয়।

জানা যায়, বাদি-বিবাদি ভুক্তভোগী সকলেই দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা।

এই বিষয়ে থানার তদন্তকারী কর্মকর্তা এস আই সাব্বিরের কাছে ১ নং আসামি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, এবিষয়ে আমি জানিনা, জাকির আসামির বাবার নাম জানাবে বলে আমাকে পরে আর জানায়নি। পরবর্তিতে শুনলাম সে মারা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, এঘটনায় এখন পর্যন্ত একজন আটক হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন: