নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু কুষ্টিয়ায় উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু কুষ্টিয়ায় উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১০, ২০২৩
নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু কুষ্টিয়ায় উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া কন্যাশিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জুন) সকাল ৮ টার দিকে কুষ্টিয়ার খাজানগর এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়।

নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু কুষ্টিয়ায় উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু কুষ্টিয়ায় উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু কুষ্টিয়ায় উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জুন) সকালে নাটোর সদর হাসপাতালে একদিন আগে ভূমিষ্ঠ শিশুটি তার দাদি খাইরুন নাহারের কোলে ছিল। পরে বেলা ১২টার দিকে নার্সের পোশাক পরিহিত এক নারী এসে ডাক্তার দেখানোর কথা বলে শিশুটিকে তার দাদির কোল থেকে নিয়ে যায়। পরে দীর্ঘসময় ওই নার্স ফিরে না আসায় স্বজনরা শিশুটির খোঁজ করতে থাকেন। পরবর্তীতে পুরো হাসপাতাল চত্বরে সেই নারীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পরপরই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশের একাধিক টিম মাঠে নামে। টানা অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটিকে উদ্ধারসহ মুল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি সংঘবদ্ধ চোর চক্রের কাজ বলে জানা গেছে। অন্য অভিযুক্তদেরও ধরতে অভিযান অব্যাহত পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

শিশুটির পিতা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার খাজুরা মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান। সদ্য ভূমিষ্ঠ কন্যাকে হারিয়ে তারা সবাই পাগলপ্রায় হয়ে গিয়েছিলেন। সবার দোয়ায় ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তার হারানো মানিককে ফিরে পাওয়ায় খুঁশি তিনি।

আরও পড়ুন: