মুসার দখল সাম্রাজ্যের পতন শুরু, উচ্ছেদ অভিযানে পৌরসভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মুসার দখল সাম্রাজ্যের পতন শুরু, উচ্ছেদ অভিযানে পৌরসভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২, ২০২৩
মুসার দখল সাম্রাজ্যের পতন শুরু, উচ্ছেদ অভিযানে পৌরসভা

মুসার দখল সাম্রাজ্যের পতন শুরু, উচ্ছেদ অভিযানে পৌরসভা। কুষ্টিয়া পৌরসভার মিলপাড়ায় ১১ নং ওয়ার্ডে ভুমিদস্যুখ্যাত মুসা আলী খানের দখলদারিত্বে রয়েছে সরকারি, পৌরসভা, মোহিনী মিলের ও রেলের একাধিক সম্পত্তি।

মুসার দখল সাম্রাজ্যের পতন শুরু, উচ্ছেদ অভিযানে পৌরসভা

মুসার দখল সাম্রাজ্যের পতন শুরু, উচ্ছেদ অভিযানে পৌরসভা

মুসার দখল সাম্রাজ্যের পতন শুরু, উচ্ছেদ অভিযানে পৌরসভা

শুধু তাই নয় অভিযোগ রয়েছে এসকল জমি বিক্রিরও, এমনকি মালিকানা অসহায় ও গরীব মানুষের জমির উপরও তার নজর রয়েছে। শধু তাই নয় গত ১ এপ্রিল মোহিনী মিলের লোহার পিলার চুরির চেষ্টা কালে পুলিশ, মোহিনী মিলের নিরাপত্তা প্রহরী ও সাংবাদিকদের উপস্থিতিতে সেখান থেকে মুসা আলী খান সুকৌশলে শটকে পরে, চুরির চেষ্টা ব্যার্থ হলে ওইদিনই সন্ধ্যার আগে লোহার পিলাটি যেখান থেকে কেটেছিলো আবার সেখানেই রাখতে বাধ্য হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

মুসা আলী খানের দখল ও অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ ওই এলাকার সাধারণ জনগণ। মুসা আলীর ভয়ে নিরুপায় সাধারণ মানুষ। মুসা আলী খানের বাড়ির কয়েক বাড়ি পরেই অবাধে বিক্রি হয় বাংলা মদ, কিন্তু ওই এলাকার নেতৃত্বে থাকা মুসা আলী খান মদ বিক্রির ব্যাপারটি দেখে টিনের চশমা পরে থাকে। অভিযোগ রয়েছে মাদক বিক্রেতারা মুসা আলীকে ম্যানেজ করেই রমরমা ব্যাবসা চালিয়ে যাচ্ছে।

বেশ কিছুদিন ধরেই মুসা আলী খানের দখল ও পিলার চুরি সহ তার অপকর্মের খবর সময়ের কাগজ পত্রিকা সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রচার হলে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে পরে।

নতুন করে আবার মিলপাড়া আদর্শ কলেজ মোড়ের উপর অবৈধভাবে দোকান ঘর গড়ে তুলেছে, এই মোড়টি একটি গুরুত্বপূর্ণ মোড়, আর এই দখলের কারনে সাধারণ মানুষ চলাচলে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছিলো।

২ মে মঙ্গলবার বেলা ১২ টার দিকে কুষ্টিয়া পৌরসভার অবৈধ উচ্ছেদ অভিজানে মুসা আলী খানের আদর্শ কলেজ মোড়ের উপর অবৈধ দোকান ঘরটি উচ্ছেদ করে গুড়িয়ে দেয়।

ওই এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করে বলেন মুসা আলী খানের অবৈধ দখল এই উচ্ছেদের মাধ্যমে মুসার দখল সাম্রাজ্যের পতন শুরু হলো। এলাকার মানুষ আশা প্রকাশ করে বলেন এভাবে মুসা আলী খানের দখল সাম্রাজ্যের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ বা দখল মুক্ত করা হোক।

আরও পড়ুন: