কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডিস মিস্ত্রি নিহত, আহত-১ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডিস মিস্ত্রি নিহত, আহত-১

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২১, ২০২৩
কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডিস মিস্ত্রি নিহত, আহত-১

কুষ্টিয়া শহরে বিটিসি এলাকায় দুই মুখোমুখি মোটর সাইকেল সংঘর্ষে রিফাত (২৪) নামে একজন ডিস মিস্ত্রি নিহত এবং আহত হয়েছেন আরও একজন। রবিবার বিকেলের দিকে কুষ্টিয়া বিআরবি প্রতিষ্ঠানের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রিফাত হলেন কবুরহাট মন্ডলপাড়ার ফারুকের ছেলে।

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডিস মিস্ত্রি নিহত, আহত-১

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডিস মিস্ত্রি নিহত, আহত-১

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডিস মিস্ত্রি নিহত, আহত-১

স্থানীয় সূত্রে জানা যায় নিহত রিফাত ডিস মেরামত করার জন্য রাস্তা রাস্তায় কাজ করছিলেন। অপর দিকে কুষ্টিয়ার দিকে যাওয়া আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে মোটর সাইকেল চালক ছিটকিয়ে যায় এবং মাথায় মারাত্মক রক্তক্ষরণ হলে স্থানীয়রা ছুটে এসে রিফাতকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পরে দায়িত্বর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করার পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন লাশ মর্গে প্রেরণ করা হয়েছে তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: