প্রেস নোট ॥ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক মহানন্দা এক্সপ্রেস ট্রেন হতে মালিকবিহীন অবস্থায় হে*রো*ই*ন উদ্ধার করেছে বিজিবি কুষ্টিয়ার সদস্যরা।
বিজিবির দেওয়া প্রেস নোট সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়কের সার্বিক নির্দেশনায় গতকাল বৃহঃবার (২৭ জুন) নায়েব সুবেদার সিগন্যাল আব্দুল হামিদ এর নেতৃত্ত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মিরপুর রেলওয়ে ষ্টেশনে চাঁপাইনবাবগঞ্জ হতে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০১ (এক) কেজি হেরোইন উদ্ধার করে। এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে ষ্টেশন থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজিবি সূত্রে জানানো হয়েছে।
