মিরপুর মাধ্যমিক ও মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর মাধ্যমিক ও মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৯, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা মাধ্যমিক ও মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন। এসময় তার সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি পত্নী মারিয়া আক্তার দিশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম, উপজেলা কৃষির কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকি, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ছালেহ উদ্দিন প্রমূখ। এসময় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও আলিয়া মাদ্রাসা সমূহের প্রধানগন উপস্থিত ছিলেন।