মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সি আর গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজন আসামী গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার (০৪ অক্টোবর) সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে ও মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেকের সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহর নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মামুন, এএসআই শাহজাহান ও সঙ্গীয় ফোর্স সিআর ২৬৯/২৪ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ আশরাফুল (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মিরপুর থানার ফুলবাড়িয়া গ্রামের মোঃ বিল্লাল বিশ্বাস ছেলে।
