মিরপুর ও ভেড়ামারা বিএনপির উদ্যোগে উঠান বৈঠকে লিফলেট বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর ও ভেড়ামারা বিএনপির উদ্যোগে উঠান বৈঠকে লিফলেট বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৪, ২০২৪

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন বর্জন করতে জনসাধারণকে আহ্বান জানিয়ে ভেড়ামারায় বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়েছে।

মিরপুর ও ভেড়ামারা বিএনপির উদ্যোগে উঠান বৈঠকে লিফলেট বিতরণ

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মিরপুর পৌর ৬নং ওয়ার্ড ও ভেড়ামারা উপজেলার বাহির চর ইউনিয়নের বারো মাইল এলাকায় এ উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. শামীম উল হাসান অপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আলী, জেলা কৃষক দলের সদস্য আব্দুল খালেদ, আব্দুর রাকিব, মিরপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন প্রমূখ।