মিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডরেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডরেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়ার মিরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে মিরপুর মহিলা ডিগ্রী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মেহেদী হাসান মুকুলকে সভাপতি ও আব্দুল আলিম রানাকে সাধারন সম্পাদক নির্বাচিত করে মিরপুর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের আগামী ২বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কার্যকরী পরিষদ কমিটির নাম ঘোষনা করা হয়। কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুকুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামাতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর,কুষ্টিয়া জেলা জামাতের সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার, কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এস এম মুহসিন আলী, সাধারন সম্পাদক খাইরুল ইসলাম, মিরপুর উপজেলা জামাতের আমীর খন্দকার মাওলানা রেজাউল করিম। শ্রমিক কল্যান ফেডারেশনের মিরপুর উপজেলা সাধারন সম্পাদক আব্দুল আলিম রানার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, হাসান রুহানী, মমতাজ আলী,উপজেলা নেতা আক্তারুজ্জামান, জাকির হোসেন, মাসুদুর রহমান, শাহিনুর রহমান, শহিদুল ইসলাম,আশানুর রহমান, মিরপুর উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক, পৌর জামাতের আমীর চাঁদ মল্লিক, সেক্রেটারি খাইরুল ইসলাম প্রমুখ। এ সময় শ্রমিক কল্যান ফেডারেশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহস্রাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের মিরপুর উপজেলা শাখার ২০২৫-২৬ বর্ষের উপজেলা কার্যকরী কমিটি ঘোষনা করেন নির্বাচন কমিশনার খাইরুল ইসলাম। ঘোষিত কমিটিতে সভাপতি মেহেদী হাসান মুকুল, সহ-সভাপতি (শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ) আসানুর রহমান, সহ-সভাপতি (দপ্তর বিভাগ) শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক ও পরিকল্পনা বিভাগ আব্দুল আলিম রানা, সহ সাধারন সম্পাদক ও প্রকাশনা বিভাগ শাহিনুর রহমান, সহ-সাধারন সম্পাদক (মহিলা বিভাগ) সেলিনা খাতুন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ জাকির হোসেন, ট্রেড ইউনিয়ন সম্পাদক আক্তারুজ্জামান, পাঠাগার ও সহ প্রশিক্ষণ সম্পাদক জাকিরুল ইসলাম, প্রচার ও প্রযুক্তি সম্পাদক নাজমুল ইসলাম, সাহায্য ও পুনর্বাসন সম্পাদক খাইরুল ইসলাম মালিথা,আইন আদালত সম্পাদক মফিজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিবুল ইসলাম, সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদক মিরাজুল ইসলাম, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কর্মসংস্থান সম্পাদক হাবিবুর রহমান কলম, সদস্য তোফাজ্জেল হোসেন, রাকিবুল ইসলাম, লালু মন্ডল, আক্তার হোসেন, নাসির উদ্দিন, মোতাকাব্বিরুল ইসলাম তুফান, সানোয়ার হোসেন, আনিসুর রহমান, আব্দুল হান্নান, মসলেম উদ্দিন, আলী হোসেন, হাফেজ আক্তারুজ্জামান, জালাল আহমেদ, জামিল আহমেদ, বিপ্লব হোসেন, নাসির উদ্দিন, শাহিদা খাতুন, মালেকা খাতুনের নাম ঘোষনা করা হয়।