মিরপুরে ৫ হাজার পিস টাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেপ্তার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে ৫ হাজার পিস টাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেপ্তার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৩
মিরপুরে ৫ হাজার পিস টাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেপ্তার

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পাঁচ হাজার পিস নিষিদ্ধ মাদক টাপেন্টাডলসহ সিরাজুল ইসলাম নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মিরপুরে ৫ হাজার পিস টাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেপ্তার

মিরপুরে ৫ হাজার পিস টাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেপ্তার

মিরপুরে ৫ হাজার পিস টাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার সিরাজুলে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, সিরাজুলকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে বিশেষ কৌশলে রাখা ব্যাগে লুকানো পাঁচ হাজার পিস নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০লক্ষ টাকা। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ সংক্রান্তে একটি মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামি সিরাজুলকে আদালতে হস্তান্তর করা হয়েছে।