মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বহলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের নির্মিত একাডেমিক ভবন ও নওদা বহলবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভিত্তি বিশিষ্ট ২য় ও ৩য় তলা উর্দ্ধমুখী সম্প্রসারণ ভবনের শুভ উদ্বোধন করেছেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য কামারুল আরেফিন এমপি। গতকাল মঙ্গলবার (৭ মে) সকালে উভয় বিদ্যালয়ের এসব নব-নির্মিত ভবন উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আজম, বহলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক ও বহলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল, আওয়ামী লীগ নেতা ফেরদৌস ওয়াহিদ খান রাসেল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান শুভ সহ উভয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
