মিরপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৮, ২০২৫

মারফত আফ্রিদী, মিরপুর ॥ কুষ্টিয়া মিরপুরে আলোর কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠন ও আমেরিকা প্রবাসী রওশন আলী’র পক্ষ থেকে দুস্থ্য ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড নওদাপাড়া ঈদগাহ ময়দানে ১শ’ ৩০ জন হত দরিদ্র ও দুস্থ্য মানুষের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলোর কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক ইমতিয়াজ ইসলাম জীবন, সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম মাষ্টার, উপদেষ্টা আরাফ মাষ্টার,

সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান গাজী, মোঃ রুহুল আমিন, নাজমুল ইসলাম, শফিকুল ইসলাম, আজম গাজী প্রমুখ। আলোর কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক ইমতিয়াজ ইসলাম জানান, সংগঠনের পক্ষ থেকে এ ধরনের সামাজিক কর্মকান্ড চলমান থাকবে। এছাড়াও এলাকার হত দরিদ্র ও সূবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতে নানা রকম সাহায্য সহযোগিতার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে সংগঠনের কর্মকান্ডকে গতিশীল করার জন্য আমেরিকা প্রবাসী রওশন আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা করছেন। আমাদের সামাজিক এ ধরনের কর্মকান্ডের ব্যাপারে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সহযোগিতা করলে আমাদের সংগঠনের পথ চলা আরো সহজ হবে।