মিরপুর প্রতিনিধি ॥ “মুক্ত করে দুয়ার,ভয়কে করো জয়,বিজয়ী বেশে লড়বে তুমি, হবে স্তন ক্যান্সারের পরাজয়”এই শ্লোগানক সামনে রেখে গতকাল রবিবার (২৭ অক্টোবর) সকালে ” অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২৪” উপলক্ষে মিরপুর মহিলা কলেজের আয়োজনে স্তন ক্যানসার সচেতনতা মূলক র্যালী ও লিফলেট বিতরণ পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ তৌছিফুর রহমানের সভাপতিত্বে মিরপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্তজা হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর নতুন বাসষ্ট্যান্ড বাজার কমিটির সভাপতি ও মিরপুর পৌর যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া,মিরপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক রেজাউর রহমান,সমাজকর্মী বিল্লাল হোসেন ও সাইফুল ইসলাম মমিন,মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন প্রমুখ।এসময় বক্তাগণ বলেন, “যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়” মা বোনদের ভিতরে সচেতনতা জাগ্রত করাতে হবে, পাশাপাশি পুরুষদেরও মহিলাদের বোঝাতে হবে। নিজের স্তন নিজেই পরিক্ষা করা যায়।
সন্দেহ হলে স্কিনিং করতে হবে। সন্তান ভূমিষ্ট হয় জরায়ু পথ দিয়ে আর ভূমিষ্ট হওয়ার পর প্রথম আদর্শ খাদ্য মায়ের শাল দুধ আর এই দুই জায়গাই মহিলারা ক্যান্সারে আক্রান্ত হয়। সন্তানকে বুক দুধ ঠিকমত খাওয়াতে হবে। স্তনে টিউমার বা চাকাচাকা দেখা দিলেই ক্যান্সার মনে করা যাবে না। স্তন ক্যান্সারের ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টর গুলো জানতে হবে। প্রতিরোধ্য বিষয়গুলো মানতে হবে। ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও জীবনযাত্রা বা লাইফ স্ট্যাইল পরিবর্তনের মাধ্যমে আমরা যেকোন ক্যান্সার প্রতিরোধ করতে পারি, প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে স্তন ক্যান্সার নিরাময়যোগ্য।
