মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া রাজশাহী মহাসড়কের বহলবাড়ী এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারি চালিত ভ্যানের আরোহী ২ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল চারটায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া সাহেবনগর এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারিচালিত পাখি ভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছে। নিহতরা হলেন বহালবাড়িয়া এলাকার তোফাজ্জেল গাইনের ছেলে বিটু গাইন (৪৫) ও মৃত হারেস পরামানিকের ছেলে খোরশেদ গুড়া (৮০)। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা চারটার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ভেড়ামারার দিকে যাচ্ছিল।
ঠিক এ সময় কাভার্ড ভ্যানটি মহাসড়কের সাহেবনগর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল কে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে উল্টো পথে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দিলে ভ্যানের চালকসহ ভ্যানের যাত্রী নিহত হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে সরজমিনে পরিদর্শন করে দেখা যায়, সড়কের দীর্ঘ দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে রাস্তায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। হামিদুর রহমান চঞ্চল নামে স্থানীয় এক পল্লী চিকিৎসক জানান, বিকট শব্দে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। আমরা স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখি পাখিভ্যানের দু’জনের মরদেহ রাস্তার পাশে ছিটকে পড়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উল্টে যাওয়া গাড়ীটি উদ্ধার করে। কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের পরির্দশক সৈয়দ আল মামুন জানান, সন্ধ্যায় সাহেবনগর থেকে মোটরচালিত পাখি ভ্যানে এক যাত্রী নিয়ে বহলবাড়ীয়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল।
এসময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান পাখি ভ্যানটিকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় ভ্যান চালক মিঠু এবং যাত্রী বুড়ো সর্দার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও মিরপুর থানা পুলিশের সদস্যরা স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনার শিকার হওয়া কাভার ভ্যানটি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করে। ঘটনা সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, বহালবাড়ি এলাকায় কুষ্টিয়া রাজশাহী মহাসড়কে ট্রাকের চাপাই দুজন ভ্যান যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। উক্ত ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
