মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবি, বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর সঠিক দিকনির্দেশনায় গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে মিরপুর বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে নিয়ে মতবিনিময় করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বাজার কমিটির সাধারন সম্পাদক মফিদুল ইসলামসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা মোমিন ইসলাম বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দফতর সম্পাদক ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর দিকনির্দেশনায় আমরা মিরপুর উপজেলায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবো।
কোন রকম অপরাজনীতি করা যাবে না। দোকান-পাট থেকে চাঁদা তোলা যাবে না। অতীতে মিরপুর বাজারে অনেক কিছু হয়েছে। এখন আর তা হতে দেওয়া হবে না। মুসলিম-হিন্দু সবাই আমরা ভাই ভাই। আমাদের মধ্যে কোন বিভেদ নাই। যারা বিভেদ সৃষ্টি করে, তাদের জায়গা মিরপুরে হবে হবে না বলেও জানান।
