নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা তালবাড়ি ইউনিয়ন তালবাড়িয়া গ্রামে এক থেকে দেড় বিঘা জমির তামাক গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়।। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মিরপুর উপজেলা তালবাড়িয়া গ্রামে আকুল বিশ্বাস ছেলে মোঃ মন্টু বিশ্বাস (৩৭) এবং তালবাড়িয়া গ্রামে মোঃ রহমান বিশ্বাস ছেলে মোহাম্মদ বিশ্বাস (৫০) এর ক্ষেতের এই তামাক গাছ কাটার ঘটনা ঘটে। আমি গতকাল বিকালেও আমার তামাক ক্ষেত থেকে ঘুরে এসেছি। কোনো সমস্যা দেখিনি।
কিন্তু সকালে আমি জমিতে গিয়ে দেখি আমার জমির বিভিন্ন অংশ কোথাও এক কাঠা কোথাও দের কাঠা অংশের সমস্ত তামাক গাছ তৌহিদুল ও শামীম তার দলবল নিয়ে এসে রাতের আঁধারে আমার জমির তামাক গাছ কেটে রেখে গেছে। তৌহিদুল ও শামীম পূর্ব শত্রুতার জেরে আমাদেরকে মাঝে মাঝে মারার হুমকি দেয়। এ বিষয়ে আমরা মিরপুর থানায় অভিযোগ দিয়েছে। এই ঘটনায় আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়। মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আল মামুন বলেন,একটি চাষীর কষ্টে ফলানো ফসল কেউ যদি কেটে দেয়।সেটা তার জন্য খুবই কষ্টের আর এই ঘটনায় জন্য আমরাও সমব্যথিত। বেশকিছু জায়গায় এমন অনেক ঘটনার কথা আমরা শুনতে পাচ্ছি যা খুবই উদ্বেগের বিষয়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন,এই বিষয়ে আমরা অভিযোগ পেয়েছে এবং দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
