মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে যাত্রী সেজে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (০৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে মিরপুর টু পোড়াদহ সড়কের ফুলবাড়িয়া সাহাদালী মন্ডলের বাগান এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যক্তির নাম বাবলু। সে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ জামশেদ এলাকার ছেলে। পোড়াদহ এলাকার মিনারুলের কাছ থেকে ভ্যানটি ভাড়া নিয়ে সে জীবিকা নির্বাহ করেন বলে জানা গেছে।
ছিনতাইয়ের শিকার বাবলু জানান-ছাতিয়ান কালিতলা বাজার থেকে তিনজন ব্যক্তি দেড়শো টাকা ভাড়া মিটিয়ে মিরপুর যাবে বলে ভ্যানে উঠে। পরে ফুলবাড়িয়া শাহাদালী মন্ডলের বাগান এলাকায় পৌছালে ভ্যানের যাত্রী সেজে থাকা ডাকাতদল তার গলায় ছুরি ধরে ভ্যান থেকে নামিয়ে দিতে চায়। সে ভ্যান থেকে নামতে রাজী না হলে তার পায়ে ড্যাগার দিয়ে আঘাত করে রক্তাক্ত করে।
পরে তাকে রাস্তার পাশে ধানের জমিতে ফেলে দিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে কাদার মধ্যে চেপে ধরে গলায় ছুরি ধরলে সে দুর্বল হয়ে পড়লে ডাকাতদল তাকে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যায়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান-সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
