মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর পৌরসভার যোগিপোল গ্রামের জয়নাল হোসেনের স্ত্রী রোমানা খাতুন তার বাড়ি হতে বের হওয়ার রাস্তার জমি কেনেন একই গ্রামের জলিমদ্দিনের পুত্র নজিম উদ্দিনের কাছ থেকে। নজিমদ্দিন পরে জোর করে উক্ত রাস্তার জায়গার উপর দিয়ে আধা-পাকা ঘর নির্মাণ করে রোমানার বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। কোন উপায় না পেয়ে পরবর্তীতে দীন মোহাম্মদের ছেলে রবিউলের পাশের জমির উপর দিয়ে ঐ পরিবার বর্তমানে যাতায়াত করে আসছিলো। কিন্তু উক্ত জমির মালিক তার সীমানার উপর দিয়ে বেড়া দেয়ায় বর্তমানে ঐ পরিবারের যাতায়াতের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
রোমানার পরিবার এখন বাড়ী থেকে বের হতে পারছেনা এবং মানবেতর জীবনযাপন করছে এমতাবস্থায়, বার বার গ্রাম্য শালিসে সমস্যার সমাধান না হওয়ায় সমস্যা নিরসনে পৌর প্রশাসক বরাবর আবেদন করেও কোন সমাধান হয়নি। ভুক্তভোগী রোমানা খাতুন জানান আমি নগদ টাকা দিয়ে রাস্তার জমি কিনে রেজিষ্ট্রি করে নিয়েছি।জমির দলিলে ও ম্যাপে রাস্তা নকশা করা রয়েছে।কিন্তু নজিম উদ্দিন জোর করে আমার চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে পাকা ঘর নির্মাণ করেছে। আমার পুরো পরিবার এখন অবরুদ্ধ অবস্থায় আছি।বিচারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বার বার ঘুরেও কোন প্রতিকার পাইনি। তাই আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি,তাদের হস্তক্ষেপে আমরা যেনো মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পাই।
