মিরপুর প্রতিনিধি \\ কুষ্টিয়ার মিরপুরে স্বাধীনতা যুদ্ধে অগ্নিঝরা মার্চ মাসের গুরুত্বপূর্ণ দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (০৪ মার্চ) সকালে মিরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবস, ২৫ মার্চ ভয়াল কালো রাত্রি ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া নারী ও শিশু কোর্টের পিপি আলহাজ্ব এড আব্দুল হালিম, মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, মিরপুর উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুলাহ,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী রোশান আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এস এম মাহমুদুল হক, সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, পলী বিদ্যুৎ সমিতির ডিজিএম আনন্দ কুমার কুন্ডু প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলিমুর রেজা শাবান জোয়ার্দ্দার, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন,ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু, আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল,কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান সহ অন্যান্য চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ।
