মিরপুরে মাদক সেবনের অপরাধে ছয় মাসের কারাদণ্ড - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে মাদক সেবনের অপরাধে ছয় মাসের কারাদণ্ড

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে নিষিদ্ধ ঘোষিত টাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদন্ড দেন। কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তির নাম মিঠুন কবিরাজ (২৫)। সে মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, মিঠুন কবিরাজ গোপালপুর মাঠের মধ্যে তামাক ক্ষেতে বসে টাপেন্টাডল ট্যাবলেট সেবন করছিলো। স্থানীয় লোকজন এ অবস্থায় তাকে আটক করে তার পিতা রবিউল ইসলামকে খবর দেয়। তার বাবা রবিউল ইসলাম পুলিশকে জানালে মিরপুর থানার এসআই আরিফ তাকে আটক করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আজিজ জানান মিরপুর থানার এস আই আরিফের সহযোগিতায় মাদক সেবনরত অবস্থায় মিঠুন কবিরাজকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে। মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা জানান-গোপালপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মিঠুন কবিরাজ মাদক সেবনের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারা ও ২৫ ধারা মোতাবেক তাকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা জরিমানার অর্থদণ্ড অনাদায়ে আরো ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।