মিরপুরে ভ্রাম্যমান আদালতে তিন জনের কারাদণ্ড - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে ভ্রাম্যমান আদালতে তিন জনের কারাদণ্ড 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩১, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বালুমহাল ও মাটিব্যবস্থাপনা আইনে ৩ জনকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ কারাদণ্ডাদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিগণ হলেন উপজেলার তালবাড়িয়া গ্রামের জালা মন্ডলের পুত্র সাঈদ মন্ডল (৪২), ওমর মোল্লার ছেলে আব্দুল মোল্লা (৩৮) ও বিল্লাল সর্দ্দারের পুত্র রায়হান সর্দ্দার (৩৮)। তাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত কারাদণ্ড বা জরিমানার জন্য কয়েদের পরোয়ানা বুঝিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নৌ পুলিশের উপ-পরিদর্শক আকিবুল ইসলামের নেতৃত্বে তালবাড়িয়া ঘাটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের হাতে সোপর্দ করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তাদেরকে এ কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।