মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া কামনা ও জ্বালাও পোড়াও, ভাংচুর সহ সকল নৈরাজ্যের প্রতিবাদে এক বিশাল শান্তি সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩১ আগষ্ট) বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিভাবকদের আয়োজনে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিভাবক আব্দুল গফুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক জোমারত আলী ও রেজাউল করিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আল জুবায়ের নাইমের সভাপতিত্বে ও মিরপুর ইসলামী এজেন্ট ব্যাংকের ইনচার্জ খাইরুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, এড.মাহফুজুর রহমান, ওমর ফারুক, মাওলানা ইব্রাহিম খলিল, আব্দুল কাদির, বাবুল হোসেন মন্ডল, নেছার আহমেদ, হাফেজ রাজিবুল ইসলাম, জয়নাল আবেদিন, আব্দুর রাজ্জাক প্রমুখ।
