মিরপুর প্রতিনিধি ॥ শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মিরপুর পৌরসভার ০৫ নং ওয়ার্ড হরিতলা পূজা মন্দিরে উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন তারা।
এসময় উপস্থিত ছিলেন মিরপুর পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশীদ, সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, যুগ্ম সাধারন সম্পাদক আলতাব হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক বাবু, সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা, ইফতেখার আলম শিল্পু, যুবনেতা রফিক, শাবান মন্ডল,সেলিম আহমেদ,তহিরুল,ছাত্রনেতা মিলন মন্ডল, নাসিম, আবির প্রমুখ। এ সময় মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ বলেন, বাংলাদেশ একটি গ্রুপ আছে যারা সবসময় হিন্দু সম্প্রদায়ের কাছে বিএনপিকে ছোট করে রাখার জন্য চেষ্টা করেছে।
আমি একটি কথা বলতে চাই এখানে আপনারা কেউ সংখ্যালঘু না। এদেশে আমার যেমন অধিকার আছে, ঠিক একইভাবে আপনাদেরও সমান অধিকার আছে। আমরা সবাই যার যার ধর্ম পালন করব । আর আপনারা আপনাদের ধর্ম যাতে করে সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন তার জন্য নিরাপত্তার স্বার্থে আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য এসেছি। তিনি আরও বলেন, আমরা চাই সুন্দরভাবে এই পূজাটি মিরপুরে উদযাপিত হোক। আর মিরপুর যেন সাম্প্রাদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়। মিরপুর থেকে আমরা সকল প্রকার অপশক্তিকে নির্মূল করতে চাই। শুধু পুজোয় না, পুজোর পরও আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো।
এখানে কোন সংখ্যালঘু থাকবে না আমরা সবাই বাংলাদেশী। সবাই বাংলাদেশের নাগরিক আমাদের সকলের অধিকার সমান। মিরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম আলী বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমার রাজনৈতিক অভিভাবক তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের প্রতিটি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেওয়ার জন্য।আমরা মিরপুর বিএনপির নেতৃবৃন্দ পূজা পরিদর্শনের পাশাপাশি আপনাদের খোঁজখবর নিচ্ছি।
পূজা কালীন সময় কোন প্রকার সমস্যা হলে আমাদেরকে জানাবেন। উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতিটি পূজা মন্ডপে নেতাকর্মীদের সমন্বয় করে স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিয়েছি। তারা সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে। আমরা চাই অতীতের মতো আপনারা সুন্দর ও শান্তিপূর্ণভাবে আপনাদের শারদীয় দুর্গোৎসব পালন করেন। বাংলাদেশী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে যে সম্প্রীতি বজায় ছিল তা অটুট থাক।
কোন দুষ্কৃতিকারী যাতে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয় হামলা চালাতে না পারে সেজন্য পাহারার ব্যবস্থা করা হচ্ছে। সকলের সম্মিলিত সহযোগিতায় মিরপুরের হিন্দু সম্প্রদায়ের মানুষের মন থেকে আতঙ্ক কেটে গেছে এবং আস্থা ফিরে এসেছে। সুতারাং ধুমধামের সাথে আপনারা শারদীয় দুর্গোৎসব পালন করুন,আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।
