মিরপুরে বাস চাপায় পথচারীর মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে বাস চাপায় পথচারীর মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৬, ২০২৫

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারী বাজারে গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল দশটার সময় বাস চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার কাতলামারী গ্রামের মৃত সিরাজুল হাড়ার পুত্র সেলিম হাড়া (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল দশটার সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস কাতলামারি বাজারে এক পথচারীকে চাপা দেয়। পরে স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মৃত্যুর খবর এলাকাতে ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা কুষ্টিয়া টু মেহেরপুর সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। যান চলাচল বন্ধের কারণে চরম দুর্ভোগে পড়ে পথচারীরা।

স্থানীয় জনগণের দাবি আমরা শতবার বলেও রাস্তার দুই পাশে কোন স্পিড ব্রেকার দিতে পারিনাই, যার কারণে বাজারটিতে প্রায়ই সড়ক দূর্ঘটনা ঘটে। এসময় মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বারবার স্থানীয় জনগণের সঙ্গে আলাপ করেও যান চলাচল স্বাভাবিক করতে ব্যর্থ হয়। পরে পুলিশ প্রশাসন এসে চেষ্টা করলে তারাও ব্যর্থ হয়। ফলে দুই পাশে প্রায় শতাধিক গাড়ির যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ বেড়ে যায়। তবে এ সম্পর্কে প্রশাসন বলেন যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। আশা করি খুব শীঘ্রই এটি নিরসন হবে। পরে বেলা ১২:৩০ মিনিটের সময় মিরপুর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম, তদন্ত ওসি আব্দুল আজিজ এবং মিরপুর থানা প্রশাসন অপরাধীর বিরুদ্ধে মামলা ও উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে স্থানীয় জনসাধারণকে আশ্বস্ত করে কুষ্টিয়া টু মেহেরপুর সড়কের যান চলাচল স্বাভাবিক করে দেয়।