মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্যদের সংগঠন পরিচালনা, পানি ব্যবস্থাপনা, প্রকল্প পরিচালন ও রক্ষনাবেক্ষণ এবং সেচ সার্ভিস চার্জ বিষয়ক দক্ষতা উন্নয়ন শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তার দপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার হলরুমে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপাউবো পানি ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প পরিচালক মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া পানি উন্নয়ন সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ,কুষ্টিয়া সেচ সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আইয়ুব আলী, কুষ্টিয়া পানি উন্নয়ন সার্কেলের নির্বাহী প্রকৌশলী রইচ উদ্দিন, কুষ্টিয়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান প্রমূখ। এ সময় মিরপুর বাসষ্ট্যান্ড বাজারের সভাপতি গোলাম কিবরিয়া, মিরপুর পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইমরান আহমেদ হিজবুল্লাহসহ স্থানীয় পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
