মিরপুর প্রতিনিধি \\ কুষ্টিয়া মিরপুরে আগলামন গাড়িতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গতকাল রবিবার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুলাহ (পিপিএম)।মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুলাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সাহাদালী বাগান মোড়ে অভিযান চালিয়ে ২শ ৭৯ বোতল ফেনসিডিল সহ রকিবুল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত রকিবুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মেদেনিপুর গ্রামের আঃ মান্নানের ছেলে। তিনি আরো জানান, গোপনে জানা যায় দর্শনা থেকে একজন মাদক ব্যবসায়ী আগলামন গাড়িতে ফেনসিডিলের একটা চালান নিয়ে মিরপুর উপজেলার ভিতর দিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া ইউনিয়নের সাহাদালী বাগান মোড়ে অবস্থান নিশ্চিত করে সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক ব্যবসার কাজে ব্যবহৃত আগলামন গাড়ি অভিনব কায়দায় লুকিয়ে রাখা মোট ২শ ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় রকিবুলকে আসামী করে মিরপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। ঘটনার সাথে আর কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
