মিরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৭, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার মিরপুর নওদা খাঁড়ারা মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৬ জুলাই) মানবতার উন্নয়ন যুব সংগঠনের আয়োজনে মিরপুর নওদা খাঁড়ারা মাঠপাড়ায় ২২শে জুন থেকে শুরু হওয়া টুর্নামেন্টে মোট ১২ টি দলের অংশগ্রহণ শেষে চেয়ারম্যান পাড়া একাদশ ও চন্ডিপুর কপোতাক্ষ একাদশ দুইটি দল ফাইনালে উঠে।

উক্ত ফাইনাল অনুষ্ঠানে ২নং বহলবাড়িয়া ইউপির সাবেক সদস্য মাহবুব আলম খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ২নং বহলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম সাইদুল। বিশেষ অতিথি ছিলেন, বহলবাড়িয়া ইউপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বকুল, চাঁদগ্রাম ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ বজলুর রহমান (গার্ড), বহলবাড়িয়া ইউপি যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, বহলবাড়িয়া ২নং ওয়ার্ড  ইউপি সদস্য মোহাম্মদ আশফাকী আজম বিশু, বহলবাড়িয়া ইউপি আওয়ামী লীগের সদস্য সানোয়ার হোসেন। সাংবাদিক মোহাম্মদ সোহরাব হোসেন লিটন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল ইসলাম রাজিব, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, সাংবাদিক জাহিদ হাসান, মোহাম্মদ সবেদ আলী, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ পারভেজ আলম, জিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সাইদুল বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মের শারীরিক, মানসিক বিকাশ ও যুব সমাজকে মাদকাসক্তের হাত থেকে বাঁচাতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ দেহ, সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ামোদী। শরীর মনের সমন্বয়, ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থে আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে নজর দিতে হবে। সেই সাথে যারা আজকের এই ফাইনাল খেলা বাস্তবায়নের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি এবং পরিশ্রম করেছে তাদের সকলকে ধন্যবাদ জানান। ফাইনাল খেলায় চেয়ারম্যান পাড়া একাদশ ১-০ গোলে চন্ডিপুর কপোতাক্ষ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।