মিরপুরে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৮, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লারেব ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ক্লাব কার্যালয়ে আলোচনা সভা, গুণী সাংবাদিক সংবর্ধনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পীযূষ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর জামাল হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক রহমান,

উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুন, উপজেলা জনসাস্থ্য অধিদপ্তরে সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলিটিটর উত্তম কুমার বিশ্বাস, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক সোহেল রানা। এসময়ে  প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, বাবলু রঞ্জন বিশ্বাস, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ,  অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, সদস্য আলমগীর মন্ডল, শেফাইদুল ইসলাম চান্নু, আশরাফুল আলম হীরা, মিলন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এসময়ে গুণী সাংবাদিক হিসেবে প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী ও সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।