মিরপুরে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৪, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাচন অফিস আয়োজিত ভোট গ্রহণকারী কর্মকর্তা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মিরপুরে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ

মিরপুরে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত মিরপুর মহিলা কলেজ ও সরকারি বালিকা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। স্পেশালাইজড প্রশিক্ষক হিসেবে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তারেক যুবায়ের, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনসার, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ জহুরুল ইসলাম, মিরপুর সহকারী কমিশনার (ভূমি) মো. হারুন অর রশিদ। এ সময় জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা নিরপেক্ষভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করার জন্য সকলকে নির্দেশনা দেন।