মিরপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার অন্তর্গত মিরপুর পৌর ইউনিটের বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হবে আগামী রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায়। উক্ত কর্মীসভা উপলক্ষে মিরপুর পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে। মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় এসময় উপস্থিত ছিলেন মিরপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওহিদুজ্জামান আরজু, সাধারন সম্পাদক ইব্রাহিম আলী,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, প্রচার সম্পাদক মতিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ও হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর পৌর ১ নং ওয়ার্ড সভাপতি রুহুল আমিন, ০২ নং ওয়ার্ড সভাপতি আকরাম হোসেন, ০৩ নং ওয়ার্ড সভাপতি রাশেদুল আলম খোকন, ০৪ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মন্ডল, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ০৫ নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদিন,সাধারন সম্পাদক ছানোয়ার কাজী, ০৬ নং ওয়ার্ড সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক নবিজুল ইসলাম, ০৭ নং ওয়ার্ড সভাপতি সফর গনি,সাধারন সম্পাদক হাফিজুর ইসলাম হাবি, ০৮ নং ওয়ার্ড সভাপতি একরামুল হক কিসলু, সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ০৪ নং ওয়ার্ড বিএনপির নেতা জাহাঙ্গীর আলম সহ পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
