মিরপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে পিটিয়ে জখম-থানায় অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে পিটিয়ে জখম-থানায় অভিযোগ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৫, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জেরে একজনকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভূক্তভোগী ব্যক্তি। গতকাল শুক্রবার (০৪ অক্টোবর) সকালে মিরপুর পৌর তহ বাজারে রকিবের মুরগির দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তির নাম আল্লেক (৫৯), সে উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামের মৃত খোদা বক্স এর ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায় কুরিপোল গ্রামের মৃত বাবু খানের ছেলে রকিব (৪০) ও শাকিব (২৫) এবং সুলতানপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে রবিউল ইসলাম (৪৫) এর সাথে গোবিন্দগুনিয়া গ্রামের খোদা বক্সের ছেলে আল্লেকের পূর্ব থেকে বিরোধ ছিলো। আল্লেক গতকাল শুক্রবার (০৪ অক্টোবর)  সকাল ১০টার সময় মিরপুর পৌরসভার তহ বাজারে রকিব ও শাকিবের পোল্ট্রির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বিবাদীগণ পূর্ব শত্রুতার জের হিসাবে আল্লেকের কাছে এসে গালিগালাজ করে।

সে প্রতিবাদ করলে বিবাদীদের হাতে থাকা লোহার রড, কাঠের বাটাম দ্বারা তাকে এলোপাতাড়ী মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে দেয়। সে জখম অবস্থায় পড়ে গেলে রকিব তার প্যান্টের পকেটে থাকা ব্যবসার ৫০ হাজার টাকা বের করে নেয় । পরে স্থানীয় লোকজন আহত আল্লেককে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়।এ বিষয়ে অভিযুক্ত মুরগী ব্যবসায়ী রকিব জানান-গত ২৪ সেপ্টেম্বর মিরপুর বাজারে সংঘটিত সংঘর্ষের সময় আল্লেক তার লোকজন নিয়ে এসে আমার দোকানে ভাংচুর ও লুটপাট করে।

তাতে আমি ক্ষতিগ্রস্ত ও সংক্ষুব্ধ হয়ে আজ সকালে তাকে সামনে পেয়ে সামান্য সাময়িক হাতাহাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন-এ বিষয়ে একটি অভিযোগ মিরপুর থানায় জমা পড়েছে।বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।