কুষ্টিয়ার মিরপুরে জমি-জায়গা নিয়ে পূর্ব-শত্রুতার জেরে একজনের উপরে নৃশংস হামলা করে ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার সময় মিরপুর থানাধীন নওদাকুর্শা বাজারস্ত তুফান মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, বেশীনগর গ্রামের মৃত বাহার আলীর পুত্র বাক্কা আলী (৫০) এর সাথে একই গ্রামের মৃত আজিত আলীর ছেলে আব্দুস সাত্তার (৪১) এর জমিজায়গা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। আব্দুস সাত্তার সোমবার সন্ধ্যায় তার স্টিয়ারিং ট্রলি ক্রয়ের ৮৫ হাজার টাকাসহ নওদাকুর্শা বাজারস্ত তুফান মোড় এলাকায় পৌঁছালে সুযোগ পেয়ে অভিযুক্ত আসামী বাক্কাসহ ওৎ পেতে থাকা অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী লোহার রড, হকষ্টীক, বাশের লাঠিতে সজ্জিত অবস্থায় আব্দুস সাত্তারের গতিরোধ করে নৃশংস হামলা করে ও তার পকেটে থাকা নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে আসামীগন পালিয়ে যায়। মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
